main part of html,এইসটিএমএল এর গুরুত্বপূর্ণ বিষয়

 


আজকে জানবো এইসটিএমএল এর কিছু গুরুত্বপূর্ণ বিষয়

প্রথমে নিচের উদাহরণটি দেখ

<!DOCTYPE html>
<html lang="en">
<head>

<meta content='width=device-width, initial-scale=1, minimum-scale=1, maximum-scale=1' name='viewport'/>

<meta charset="utf-8">

<title>bong71.blogspot.com</title>
</head>
<body>

Hello World !!!

</body>
</html>

এখানে প্রথমে আমি <!DOCTYPE html> লিখেছি সাধারণত আমরা যখন কোড লিখি আমরা কিন্তু এটা লিখিনা ।

কিন্তু যখন আমরা HTML এর মর্ধ্যো php লিখব তখন এটা অবশ্যয় লেখাখা লাগবে । এছাড়া অনেক Browser বুঝতে পারেনা এটি কোন ধরনের ফাইল তাই আমরা
<!DOCTYPE html> লিখব ফলে সকল Browser বুঝতে পারবে এটি একটি html ফাইল ।

তার পর আমি <html lang="en"> লিখেছি
মুলত <html lang="en"> দ্বারা html এর libraryকে বোঝানো হয় এটির ভাষা English .

তারপর আমি দুইটা মেটা ট্যাগ ব্যাবহার করেছি
<meta content='width=device-width, initial-scale=1, minimum-scale=1, maximum-scale=1' name='viewport'/>

<meta charset="utf-8">

প্রথম ট্যাগ <meta content='width=device-width, initial-scale=1, minimum-scale=1, maximum-scale=1' name='viewport'/>

এটি দ্বারা Browser কে বোঝানো হচ্ছে যে কোড গুলোর width বা প্রস্থ কত হবে device-width বলছে device এর width বা প্রস্থ ।
initial-scale=1, minimum-scale=1, maximum-scale=1' দিয়ে বোঝানো হচ্ছে একটি scale হবে ।
name='viewport' এটি হল এই লাইব্রেরির নাম ।

দ্বিতীয় ট্যাগ<meta charset="utf-8">
এটি দ্বারা বোঝানো হচ্ছে charset এর বেজ 8 হবে অর্থার 2^8=256 charset

বাকি সকল ট্যাগ গুলো সম্পারকে আমরা সবাই কম-বেশি জানি

আজকের প্রশ্ন

Nahid khan,10.12pm
html কি প্রগ্রামিং ল্যাংগুয়েজ ?

উওর:

না,html&css web design ল্যাংগুয়েজ আর php,JavaScript হচ্ছে প্রগ্রামিং ল্যাংগুয়েজ ।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.