(NATO) North Atlantic Treaty Organization, যাকে উত্তর আটলান্টিক জোটও বলা হয়। ২৮টি ইউরোপীয় দেশ এবং ২টি উত্তর আমেরিকার দেশের মধ্যে একটি আন্তঃসরকারি সামরিক জোট। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি গঠিত হয়, সংস্থাটি উত্তর আটলান্টিক চুক্তি বাস্তবায়ন এবং স্বাক্ষরিত করে, 4 এপ্রিল 1949 সালে।
ন্যাটো যৌথ ভাবে নিরাপত্তা ব্যবস্থা গঠন করে। যেখানে সদস্য স্বাধীন রাষ্ট্রগুলো কোনো বহিরাগত পক্ষের আক্রমণের জবাবে পারস্পরিক সহযোগিতায় ও প্রতিরক্ষায় সম্মত হয়। NATO এর সদর দপ্তর Brussels, Belgium-এ অবস্থিত।
প্রতিষ্ঠার পর থেকে, NATO নতুন সদস্য রাষ্ট্রের যোগদানের মাধ্যমে মূল 12টি দেশ থেকে জোটের সংখ্যা ৩০ এ বাড়িয়েছে। সাম্প্রতিক সদস্য রাষ্ট্র উত্তর মেসিডোনিয়া 27 মার্চ 2020 তারিখে ন্যাটোতে যোগ দেয় ।
সংক্ষিপ্ত রূপ : NATO, OTAN
গঠন: 4 এপ্রিল 1949
প্রকার: সামরিক জোট
দাপ্তরিক ভাষা : English, French
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
সদস্য রাষ্ট্র : ৩০ টি
Albania
Belgium
Bulgaria
Canada
Croatia
Czech Republic
Denmark
Estonia
France
Germany
Greece
Hungary
Iceland
Italy
Latvia
Lithuania
Luxembourg
Montenegro
Netherlands
North Macedonia
Norway
Poland
Portugal
Romania
Slovakia
Slovenia
Spain
Turkey
United Kingdom
United States
ন্যাটোর উদ্দেশ্য কী?
Nato এর মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের হাত থেকে পশ্চিম বার্লিন এবং ইউরোপের নিরাপত্তা বাস্তবায়ন করা। ন্যাটো একটি যৌথ নিরাপত্তা চুক্তি, যেখানে চুক্তির আওতাভুক্ত দেশগুলো পারস্পরিক সামরিক সহযোগিতা দিতে অঙ্গীকারবদ্ধ। যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেনের সন্ত্রাসী হামলার পর ন্যাটো তাদের রক্ষায় মাঠে নামে। এর প্রত্যেকটি সদস্য রাষ্ট্র তাদের সামরিক বাহিনীকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখতে বদ্ধপরিকর।