CSS Basic Class,সিএসএস এর বেসিক ক্লাস



CSS পুর্ণরুপ Cascading Style Sheets এটি মুলত একটি style sheet language.
1996 সালে এটি প্রকাশ করা হয় এবং 1999 সালে CSS এর শেষ ভার্সন 3.0 প্রকাশ করা হয় ।

CSS কেন শিখব ?
প্রথমেই বলে রাখি CSS শিখতে গেলে html
জানা প্রয়োজন । html না জানলে CSS এর কিছুই বুঝতে পারবে না ।

এইচটিএমএল ট্যাগ গুলো কেবল ওয়েব পেজের জন্য কন্টেন্ট গুলোকে প্রদর্শন করাতে পারে । কিন্তু একটি সুন্দার রুপ দিতে পারেনা । আর এই জন্যয় আমরা CSS ব্যাবহার করে থাকি

CSS এর মার্ধ্যমে আমরা কি কি করতে পারব ?
ওয়েব পেজের বিভিন্ন উপাদানের গঠন, আকার, আকৃতি, রং, অবস্থান, গতিশীলতা ইত্যাদি নির্ধারণ করার অন্যতম সহজ পদ্ধতি হল সিএসএস।
সিএসএস এর ফলে খুব কম সময়ে কম কোড লিখে পুরো ওয়েব সাইটের স্টাইলিং পরিবর্তন করা যায়।

গুরুত্বপূর্ণ কিছু কথা
CSS এটি আমরা html এর ডিজাইন এর জন্য ব্যাবহার করি । CSS দুইভাবে html ব্যাবহার করাহয় একটি internal অন্যটি External
internal এটি সাধারণত html tag এর মাঝে <style>......</style> এই ট্যাগের ভিতরে লিখতে হয় । External ট্যাগ অন্য একটা ফাইলে CSS লিখে সেটার সাথে লিংক করিয়ে দিতে হয় ।
এলটা বিষয় মনে রাখা দরকার html ফাইল save করার জন্য যেমন .html বা .htm দিতে হয় তেমনি CSS ফাইল save করার জন্য .css দিতে হয় ।

ব্যাবহার নিয়ে কিছু কথা
CSS এ ( : ) এবং ( ; ) অবশ্যয় দিতে হয়
যেমন .class{ weight:10px;}
এছাড়া ID,class এর ক্ষেত্রে { } কারলি ব্রাকেট দিয়ে শুরু এবং শেষ করতে হয় ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.