Database,ডাটাবেজ

 


ডাটাবেজ কি?

আমরা তর্থ্য সংরক্ষণ করি ডাটাবেজের মার্ধ্যমে আমরা যখন আমাদের ওয়েব সাইটে বা ওয়েব পেইজে Log in ফ্রম তৈরি তখন আমরা এই log in form এর সাথে Database কানেক্ট করি ,যার ফলে শুধু মাত্র যারা একাউন্ট খুলেছে তারায় Log in করতে পারে ।
আর আমরা এই প্রসেস তৈরি করি PHP এবং My SQLi Database এর মার্ধ্যমে ।
এছাড়া ডাটাবেজের বিভিন্ন কাজ রয়েছে যে গুলো পরে আলোচনা করব ।

ডাটাবেজ মেইনটেইন্স করার জন্য যে সকল প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যাবহার করা হয় তাদেরকে সার্ভার সাইট ল্যাংগুয়েজ বলে

কয়েকটি জনপ্রিয় সার্ভার সাইট ল্যাংগুয়েজ
  PHP
  Node.js (JavaScript)
  Java
  Ruby
  Python

বেশিরভাগই  ডাটাবেজ মেইনটেইন্স করার জন্য php ল্যাংগুয়েজ ব্যাবহার করা হয় এই ল্যাংগুয়েজের বিভিন্ন সুবিধা রয়েছে ।

php ল্যাংগুয়েজে POST এবং GET মেইথউড ব্যাবহার করা হয় Form validation এর জন্য ।
এছাড়া বিভিন্ন Logical কমান্ডের মার্ধ্যমে Data insert করা হয় এবং test করা হয় ।

যেমন if(isset["submit"]){
echo "Data is Comming";
}
else{
echo "Data is Failed";
}


Tags

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. বহুদিন পরে আপনার সাইটটি ভিজিট করতে আসলাম। ডাটাবেজ সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন। পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম।
    💕
    You are welcome to visit my nice post:
    House যুক্ত নানা ভবন, দপ্তর বা প্রতিষ্ঠান

    ReplyDelete