what is php, পিএইসপি কি ?

 


php সম্পর্কে জানার আগে আমদের কিছু জিনিস সম্পারর্কে জানতা হবে ।

১. স্ক্রিপ্টি কি ?

স্ক্রিপ্টিং বলতে প্রোগ্রাম কে বুঝানো হয় । স্ক্রিপ্টিং হচ্ছে কিছু নির্দেশ এর সমন্বয়, যা run করালে স্বয়ংক্রিয় ভাবে কিছু কাজ হয়।

২. সার্ভার সাইড স্ক্রিপ্টিং কি ?

সার্ভার সাইড বলতে বুঝানো হচ্ছে এই স্ক্রিপ্ট গুলো

সার্ভার থেকে গুলোকে পরিচালনা করা ।

অর্থাৎ ইউজারের কম্পিউটারের বদলে সার্ভার থেকে run করানো হয় ।

কোন ইউজার যখন পিএইচপি ওয়েব পেইজে ভিজিট করে তখন পিএইচপি সার্ভার কোডগুলিকে 

প্রসেস করে । এবং যে সকল কন্টেন্ট গুলো দেখানো দরকার সেগুলো দেখায় আর যেগুলো লুকানো দরকার সেগুলো লুকিয়ে HTML কোডে রুপান্তর করে ইউজারের browser এ পাঠায় ।

৩. পিএইচপি কি ?

পিএইচপি মুলত সার্ভার সাইড ল্যাংগুয়েজ ।

php ল্যাংগুয়েজটির উদ্দেশ্য হল ,ডাইনামিকালি ওয়েব পেজ দ্রুত তৈরী করা ।

৪, php সম্পর্কে কিছু তথ্য ?

১৯৯৪ সালে প্রথম php তৈরী হয় এবং তখন এর নাম ছিল Personal Home Page 

php language তৈরী করেন Rasmus Lerdorf ।php সব প্লাটফর্মে সাপোর্ট করে । অর্থাৎ windows, Linux সকল প্লাটফর্মে চলে ।

php দিয়ে blog থেকে শুরু করে Enterprise লেভেলের যেকোন এপ্লিকেশন কিংবা ওয়েবসাইট বানানো যায়। পিএইচপি ফাইলের শেষে .php দিয়ে শেষ করতে যেমন firstprogram.php, reg.php, last.php ইত্যাদি  ।


৫. php কোড লিখতে কি কি প্রয়োজন ?


php প্রোগ্রাম লেখার জন্য কোনো বিশেষ সফটওয়ার এর প্রয়োজন হয় না। চাইলে কম্পিউটাের (Notepad) ব্যাবহার করা যায়। অথবা চাইলে আপনি কোনো Open source অথবা Paid কোড এডিটর ডাউনলোড করে ব্যাবহার করা যায় ।

আবার বিভিন্ন Android application দিয়ে লেখা যায় যেমন quoda এটি একটি Android application এটি দিয়ে php কোড লেখা যায়

আর run জন্য penguin এটি একটি lenux android application ব্যাবহার করতে পারেন ।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.