html font design । Font tag in html । Color tag । html color

 

ফন্ট(Font) হলো একটি  ওয়েবসাইের প্রাণ । একজন ওয়েবসাইট নির্মাতা ফন্টকে শুধুমাত্র সুন্দর করে না , বরং এর মাঝে নিজে unique শিল্প তুলে ধরেন । html এর মার্ধ্যমে কোনো ডকুমেন্টকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য <font> ট্যাগ ব্যাবহার করা হয় ।
font ট্যাগে যে সকল অ্যাট্রিবিউট দেওয়া হয়
size=" "  আকার
face=" " ভাষা
Color=" " রং

মনে করি , Teaching Bangla bong71 লেখাটির ফন্ট ঠিক করব তাহলে ।
<font size="10" face="Arial" Color="blue">Teaching Bangla bong71</font>
বিশ্লেষণ:- font এটি হল html ট্যাগ,
size, face, color এগুলো font ট্যাগের অ্যাট্রিবিউট যার বিভিন্ট এলিমেন্ট প্রকাশ করছে । অর্থাৎ size দ্বারা বোঝানো হচ্ছ Teaching Bangla bong71 লেখাটির আকার 10px হবে ।
face দ্বারা বুঝাবো হচ্ছে language হবে Arial ।
color দিয়ে বুঝানো হচ্ছে কালার হবে blue .
নিচে এটির html উদাহরণ কোর্ড দেখি :-

<!DOCTYPE html>
<html lang="en">
<head>
<title>Font Color</title>
</head>
<body>
<center>
<h2> HTML Color Test</h2>
</center>
<br>
<br>
<font size="10" face="Arial" color="blue">
Teaching Bangla bong71
</font>
</body>
</html>

এছাড়া লেখা ডিজাইন করার জন্য <b> </b>, <i> </i>, <u></u> ট্যাগ ব্যাবহার করা হয়

বাংলা লেখার জন্য :-
<font face="SutonnyMJ" > ওয়েব ডিজাইন</font>

<html>
<body>
<font face="SutonnyMJ" > ওয়েব ডিজাইন</font>
</body>
</html>

কালার কোড:-  কিছু কিছু কালারের সরাসরি নাম লিখে ব্যাবহার করা যায় । 

তারা হলো, black , Blue, Green, Red, White.
এবার দেখব কিভাবে কালার কোর্ড দিতে হয় । কালার কোড দেওয়ার জন্য হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে 6 টি ডিজিট ব্যাবহার করে রং নির্ধারণ করা হয় ।
সিনটেক্সটি এরকম : Color="#RRGGBB"
এটা মূলত RGB অর্থাৎ Red, Green, Blue কে বুঝায়, মানে কোন রং কতটুকু ব্যাবহার করা হবে । এ পদ্ধতিতে কালার কোর্ড "#000000" থেকে #FFFFFF" পর্যন্ত হতে পারে ।
ধরি R=00 G=00 B=00 তাহলে কালার কোর্ড হয় "#000000" এটি কালো রং নির্দেশ করে ।
আবার R=00 G=FF B=00 তাহলে কালার কোর্ড হয় "#00FF00" এটি সবুজ রং নির্দেশ করে ।
এ পদ্ধতিতে 00, FF দেওয়া হয় ।
যদি কেউ সংখ্যা দিয়ে করতে চাও তাহলে
তাদের কোর্ড হবে
এরকম RGB(0,0,225) নীল রং RGB(0,225,0) সবুজ রং এখানে যেকোনো সংখ্যা দেওয়া যায় ।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.