web design and development
অনেকেই web design এবং development শিখতে চায় কিন্তু PC ,Laptop না থাকায় এগুলো স্বপ্নই থেকে যায় ।
তবে তুমি কি জান, তুমি চাইলে তোমার হাতে থাকা মোবাইলটি দিয়েই web design শেখতে পারো।
web design and development মোবাইলে শিখতে যে app গুলো লাগে তা হলো :
১.Quoda Code Editor
২.Codeboard Keyboard for Coding
৩.Penguin Php MySQL server_v1.1
বি: দ্র - এখানে ১,২ নাম্বার app playstore পাবেন ৩ নম্বার app টি google থেকে download করতে হবে
এবার app গুলোর কাজ সম্পারকে জেনে নিই -
1.Quoda Code Editor :
এটি দিয়ে html,css,php কোর্ড লেখা হয় এবং preview দেখা হয় ।
এছাড়া এই app দিয়ে বিভিন্ন ফাইল এর কোর্ড ভিউ দেখা যায় ।
app link: https://play.google.com/store/apps/details?id=com.henrythompson.quoda
2.Code board Keyboard for Coding :
বোঝায় যাচ্ছে এটি একটি keyboard এটি দিয়ে প্রোগ্রাম লেখা হয় । web design করতে যে সকল symbol (<>/\) লাগে সেগুলো সহজে পাওয়া যায় এই keyboard
app link:
https://play.google.com/store/apps/details?id=com.gazlaws.codeboard
3.Penguin Php MySQL server_v1.1 :
php একটি sarver side language তাই এটি preview দেখার জন্য প্রয়জন একটি sarver side language code editor and viewer ।
এজন্য আমরা php মোবাইলে শেখার জন্য এই app টি ব্যাবহার করব ।
Download link: https://m.apkpure.com/penguin-php-mysql-server/com.bans_droid/download/3-APK