নবীন কুমার গৌড়া (যশ) ক্যারিয়ারের প্রথম সিনেমা

 নবীন কুমার গৌড়া (যশ) ক্যারিয়ারের শুরু কিভাবে? 

নবীন কুমার গৌড়া, (৮ জানুয়ারি ১৯৮৬) অভিনয় জগতে  যশ হিসাবেই সবচেয়ে বেশি পরিচিত তার। নবীন কুমার গৌড়া একজন ভারতীয় কন্নড় চলচ্চিত্র অভিনেতা। 

তিনি রাজধানী, মিঃ অ্যান্ড মিসেস রামচারী, কিরটাকা, কেজিএফ: চ্যাপ্টার ওয়ান  চলচ্চিত্রগুলোতে তার চরিত্রের জন্য তিনি এত জনপ্রিয়। তাঁর সর্বশেষ চলচ্চিত্র কেজিএফ: চ্যাপ্টার টু ২০২২ সালের ১৪ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে ।

নবীন কুমার গৌড়া (যশ) 
Yash Kannada actor.jpg
জন্ম
নবীন কুমার গৌড়া

৮ জানুয়ারি ১৯৮৬ (বয়স ৩৬)
ভুবনাহাল্লি, হাসান জেলা, কর্ণাটক, ভারত
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা
কর্মজীবন২০০৭–বর্তমান
দাম্পত্য সঙ্গীরাধিকা পণ্ডিত
সন্তান

যশের প্রথম সিনেমা মোগগিনা মনসু (২০০৮)  চলচ্চিত্রটিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে  আত্মপ্রকাশ করেন, চলচ্চিত্রটিতে তিনি তার ভবিষ্যতের স্ত্রী রাধিকার বিপরীতে প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করেন। চলচ্চিত্রটি সফল হয় এবং তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। এটা ছিল তার প্রথম বড় কোন পুরষ্কার। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.